আগামী কাল কৃষিমেলা উৎসব,
আমাদের শ্রেষ্ঠ মহোৎসব।
থাকি শুধু এরই অপেক্ষায়,
বছর ধরে কত স্রোত বয়ে যায় ।


মাঠের উৎপাদিত সবজি- ফল,
ঝাঁকা ভর্তি মাথা করে টলমল।
নিয়ে যেতে - নেই কোনো দুঃখ তাতে,
সবাই চেয়ে বসে; থাকবে দুধে ভাতে।


কৃষিকাজ - নাহি লাজ,
ভালোবাসে সবাই; কৃষকের কাজ।
চাষিভাইর ভরসায় চলছে সমাজ,
সবাই রেখেছে মোদের - মাথায় তাজ।


সমাজে প্রয়োজন সবার - তাই সবাই সবার বন্ধু,
নদী সাগরেরও হয় প্রয়োজন; এক একটি জলের বিন্দু।
সবাই ভালোবাসি কৃষক আর কৃষি উৎপাদন,
এতেই বাঁচে প্রকৃতির প্রাণ আর সমাজ জন-জীবন।


এবার অনেক আনন্দ হবে,
সারাবছরের দুঃখ কষ্ট; সকল ঘুঁচে যাবে।
বছরের সেরা  আমার উৎপাদন - প্রদর্শনীতে মানুষ দেখবে,
অপেক্ষায় থাকি  - কৃষিমেলা কবে হবে !