একদিন তুমি বলতে আমাকে  ছাড়া তুমি-
কিছুই ভাবতে পারনা,
আমি বোকার মত সবি বিশ্বাস করতাম-
আর ভাবতাম সবি সত্যি কথা,
আজ তোমাকে দেখে বদলে গেছে-
আমার সকল ধারনা।
ভাবিনি কখনো তুমি এমন হতে পারো,
হয়তো কত এভাবে দুঃখ দিয়েছ আরো।
থাক এসব তোমার মনেই থাক,
মিছে মিছে আমিই বা কেন পাব কষ্ট
যে যাওয়ার সে তো যাবেই -যাক,
অকারনে যদিও হয় জীবন নষ্ট,
তবে আমি ভাবব বারবার হাজার বার।
জানি তাতে তোমার কিছুই আসে যায়না,
তোমার মন কখনোই কোন দুঃখ পায়না।
তুমি এমনি,কষ্ট দেওয়াই তোমার কাজ,
আহত পাখির মত আমাকে কাঁদাবে কত
মাঝে মাঝে ভাবি আমার নাই কোন লাজ।
জেনে বুঝে আমাকে কষ্ট দাও এত,
আজ থেকে ভাবব আমি তোমার কেউনা,
কখনো হবেনা আর তোমার সাথে দেখা,
ভাবতে অনেক কষ্ট লাগছে,
আজ আমি হয়ে গেছি একা, বড় একা।