মায়ার জগতে আমি আজ নিরস্ত্র যোদ্ধা
অদৃশ্য নীরব মায়া শিকলে আঁটকে আছি
অপরাধী না হয়েও কয়েদির বেশে।
পুরো দুনিয়া ঘুমিয়ে আছে আমি তাকিয়ে,
বৃষ্টিবিহীন রাতে জেগে আছে মেঘের দল।
যাতনায় ঘেরা নিস্তব্ধ আঁধারে জেগে মন,
সব দেখে ভূমিকম্পে কম্পিত হয় জীবন।
আমি দুঃখী কালো মেঘে ঢাকা আকাশে
অদৃশ্য মায়া গড়ে ঘুরছি ফেরারি হয়ে
জানিনা কোন ভালোবাসার মহাসমুদ্রে!
ভাঙ্গা বুকেও সহস্র কষ্ট নিয়ে গান বেঁধেছি,
নীরব নিস্তব্ধ আঁধারময় জীবনে মিশে
বেদনার রং হয়ে গেছে সম্পূর্ণ কালো।