সুখের আশায় ঘুরে যে সবাই,
আমি যদি ঘুরি দোষের কি ভাই,,?
চাইনা আমি রাজা হতে-
চাইনা ময়ুর সিংহাসন,
ধন সম্পদ চাইনা আমি-
চাই যে পেতে তোমার মন।
হীরা জহরত চাইনা আমি-
চাইনা যে দামী পান্না,
মাটির একটা মানুষ চাই-
মুছে দিতে আমার চোঁখের কান্না।
সুখের সন্ধানে ঘুরিনি আমি ভাই,
যদি তোমাকে আমি নাই পাই,
সবি পুড়ে পুড়ে হবে ছাই।
সেই ছাইয়ের মধ্যেও দেখবে,
তুমি ছাড়া আর কিছু নাই।
পুড়তে পুড়তে যদি তোমাকে পাই,
হোকনা পুড়ে এই দেহ ছাই।