ছেলে:-
ও বাবা! আজান শোনা যায় মসজিদে
নামাজ পড়তে চলো যাই,
পরকালে নামাজ ছাড়া কোনো গতি নাই।
বইতে পড়েছি নামাজ বেহেশতের চাবি,
তুমি নামাজ পড়োনা কেন?
আজ থেকে পড়বে এটাই আমার দাবি।


বাবা:-
আচ্ছা ঠিক আছে আজ থেকে পড়বো
হাতের কাজটা সেরে নিই তারপর যাব,
কাজটা শেষ করলে অনেক টাকা পাব।


ছেলে:-
ছি: বাবা! নামাজের চেয়ে টাকা বড়,
এসব কাজ পরে  করো।
টাকা পয়সা সব একদিনের জন্য,
নামাজ তোমার চিরদিনের পূণ্য।
আগে নামাজ তারপরে কাজ,
তোমার কথা শুনে মাথায় পড়লো বাজ।
নামাজের চেয়ে দামি নাই আর কিছু,
বেহেশতের চাবির জন্য ধর নামাজের পিছু।
নামাজ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান,
নামাজ পড়লে আল্লাহ্ই বাড়াবে সম্মান।