আমাকে কষ্ট দিয়ে যদি তুমি কাঁদ-
            এটাই সবচেয়ে বেশী কষ্ট আমার,
তাই কষ্টকে জীবন সাথী করে,
চলে যাব আমি অনেক দূরে-
তোমাকে কষ্ট দিতে কখনো আসবোনা আর।
কাছের মানুষ হয়েও বুঝলেনা মন,
এই শূন্য বুকে কষ্ট দিলে সারাক্ষণ,
আর কতটুকু ভালবাসলে আমাকে বুঝতে-
          এই টুকুই শুধু জানা ছিলনা আমার।
তাই বিরহে নিজেকে পুড়িয়ে-----
চলে যাব অনেক দূরে,
এই পাপী মুখটা দেখাতে,
   কখনোই তোমার সামনে আসবোনা আর।
বিশ্বাস সবটুকুই তোমাকে দিয়েছিলাম
একটুও রাখিনি নিজের কাছে,
তুমি চলে গেছ তাই আজ আমি নিঃশ্ব
বাঁচার মত বলতে পার কি আছে-?
জানি পারবে না কারন তুমি ভালবাসোনি,
ভালবাসার নামে নিখুত অভিনয় করেছ,
আমাকে কষ্ট দিয়ে কি ভেবেছ,
জিতে গেছ--? না,না,না,
বিবেকের কাছে তুমি হেরে গেছ,
মন থেকে কখনোই কাছে আসোনি,
তবুও চিৎকার করে বলব জয় হয়েছে আমার
ফাকা বুকটা নিয়ে চলে যাব অনেক দূরে,
তোমাকে কষ্ট দিতে কখনো আসবোনা আর।