চুরি করা চোরের ধর্ম নিজের নাই কিছু,
কবিতা করতে চুরি নেয় আসরের পিছু।
ভাল একটি লেখা পেলেই খামচি মেরে ধরে,
ফেসবুকে সেই লেখাটি নিজের নামে করে।
বরেণ্য কবির জায়গায় নিজের লিখে নাম,
এত কবিতা চুরি করে কি-ই বা পেল দাম।
নামের শেষে বিশ্বাস আছে চোর মস্ত বড়,
আসরের সব কবিরা মিলে সে চোরকে ধর।
বিশ্বাসের বালাই নাই  কি পেশা তার কর্ম,
ফেসবুকে গিয়ে দেখি কবিতা চুরি তার ধর্ম।
সময় আছে চোর ইন্দ্রজিৎ সাবধান হয়ে যা,
জন্ম ধর্ম সব ঠিক থাকলে নিজে লিখে খা।



×××××××××××××××××××××××××××××××
======================
বিঃদ্রঃ-কবিতা আসরের বরেণ্য বহু কবির
কবিতা চুরি করে ফেসবুকে নিজের নামে
দেয়া সে মহাচোরকে উদ্দেশ্য করে লেখা।