আমার মনে এমন কোন প্রদীপ জ্বেলো না
যা নিভে যাবে কিছুক্ষণ পর,
এমন কোন রঙিন স্বপ্ন আমাকে দেখিও না
যা ভেঙে দেবে বুকের পাজর।
কখনো আমাকে নতুন করে চেনাতে যেওনা
শুয়োর কুকুরের মাঝে মানুষের রূপ,
জারজদের শিক্ষা আমায় শেখাতে এসো না
সব বুঝেও আমি থাকি সদা নিশ্চুপ।
বেয়াদবের মত আমাকে বোঝাতে এসো না
বাংলার বুকে স্বাধীনতার ইতিহাস,
প্রেমের মানে কি কখনোই বলতে এসো না
মনের মাঝে দেশপ্রেম করে বসবাস।