দুঃখের সম্রাট হয়েও মনে হচ্ছে-
আজ আমি দুঃখ বিহীন,
অদৃশ্য সিংহাসনে আরোহন করে-
এভাবেই কাটতেছে দিন।
নীরবে নিভৃতে যখন একা থাকি-
দুঃখকেই তখন শুধু ডাকি,
ছোট্র বুকের শূন্য জায়গা দুঃখ করবে পূর্ন-
বাকী সময় সেই আশায় থাকি।
আমি যেন আনন্দ পাই দুঃখে-
তাইতো আমি সত্যি মহাখুশী,
ভাঙ্গা বুকে তার জন্যই দুঃখটাকে-
অনেক যত্ন করে পোষী।
সত্যি দুঃখের পাহাড়ের মধ্যদিয়েও-
সুখ নামের নদী যায় বয়ে,
তাইতো ভয় করিনা সহস্র দুঃখেও-
দুঃখকে জয় করব দুঃখের শাহেনশাহ্ হয়ে।