স্মৃতির আকাশে জমে থাকা মেঘ-
কালো ধূসর তোমার মনের মত,
বিরহী হৃদয় সেই মেঘের মাঝে খুঁজে-
তোমার প্রেমে দুঃখ আছে কত।
নীল রংএ ঢাকা নিঃসঙ্গ আকাশ-
তোমার বর্তমান একাকী জীবনের মত,
উদাসী মন সেই আকাশে খুঁজে-
আমায় তুমি কষ্ট দিলে কত।
সময় থাকতে ঝরে যাওয়া ফুল-
ঠিক তোমার প্রতারনার মত,
আবেগী প্রান সেই ফুলের মাঝে খুঁজে-
তোমার প্রেমে পাওয়া এই বুকের ক্ষত।
চৈত্রের খরায় যেমন শুকনো নদী-
পাষান স্বার্থপর ঠিক তোমার মত,
আমার মন এই নদীর মাঝে খুঁজে-
আমার জন্য পৃথিবীতে দুঃখ আছে কত।