এই একটি কলঙ্কিত মাস;
এ মাসের একটি দিনে,
কি নিদারুন আহাজারি ছড়িয়ে পড়েছিল
এক শুভ্র সাদা বাড়ি জুড়ে;
বিশ্বাসঘাতকতার এক নির্মম সকালে।
কেউ কাঁদেছিল চিৎকার করে,
কেউ চাপড়িয়ে বুক,
যেন কারবালার প্রান্তরে আবার ইমাম হোসেন (রাঃ) শহীদ হয়েছেন,
স্বজনেরা তাঁর ‘হায় আল্লাহ ! হায় আল্লাহ !’
বলে কেঁদে কেঁদে ভিজাচ্ছে বুক,
যেন আকাশের সব বৃষ্টির জল-
চোখের মাঝে ঠাঁই নিয়েছে।
যেন বাংলার শেষ স্বাধীন নবাব-
সিরাজউদ্দৌলা আবার খুন হয়েছেন
ইংরেজ আর মীরজাফরের চক্রান্তে
মহম্মদ আলী বেগের ক্রুর ছুরির আঘাতে,
লুৎফা তার একমাত্র কন্যাকে বুকের মাঝে
নিয়ে জুড়েছে কান্না,সে কান্নায় থরথর করে
কাঁপছে আকাশ,বাতাস,কাঁপছে কোটি
কোটি মানুষের আহত বিবেক;আর এদিকে
পদ্মা মেঘনা যমুনা ও মধুমতীর
সুন্দর পানি হঠাৎ রক্তবিষে লাল হয়ে স্থির
হল,আর কখনো ফিরে পেলোনা পুরোনো সেই খরস্রোত,নিস্তব্ধ হয়ে গেল সবকিছু,
শুধু প্রিয় শেখ মুজিবের শোকের জন্য।