আমি দেখিনি স্বপ্নের নায়ক বঙ্গবন্ধুকে,
তবে তার বলিষ্ঠ কন্ঠের তেজ আগ্নেয়গিরির
লাভার চেয়েও বেশি উত্তাপ ছড়াতো তা শুনেই অনুভব করতে পেরেছি।
হাজার বছরের পুরোনো ইতিহাস থেকে শুরু
করে নতুন প্রজন্মের বহু ইতিহাস পড়েছি,
হয়তো তেমন কিছুই বুঝতে পারিনি।
তবে এটুকু বুঝতে পেরেছি-
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একটি নাম যা
ইতিহাসের অভয়ারণ্য।
যাকে নিয়ে হাজারো ইতিহাস লেখা হয়েছে,
আরো লক্ষ কোটি ইতিহাস লেখা যাবে-
তবুও অপূর্ণ থেকে যাবে।
মাঝে মাঝে ভাবি বঙ্গবন্ধুকে নিয়ে লেখার
সংখ্যা কত সে হিসাব হয়তো আমার-
এমনকি সবারও অজানা থেকে যাবে।
পৃথিবীর আর কোন ব্যাক্তি বা কোন বিষয়
নিয়ে এত লেখা হয়তোবা হয়নি আর কোনদিন হবেও না।
বিশাল পৃথিবীর ইতিহাসে-
"বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান"এমন একটি
নাম,এমন একটি বিষয় যা নিয়ে-
সারাক্ষণ গবেষণায় ডুবে থাকা যায়।