একটা সময় ছিল কবিতা লিখার অনেক আগ্রহ ছিল,যখনি একা বসে থাকতাম,একা একা হাটতাম,তখনি মনে মনে কবিতার লাইন বলতাম,এভাবেই একসময় ডাইরী নিয়ে কবিতা লিখা শুরু করতাম,মাঝধানে কবিতার প্রতি কেন জানি অনিহা কাজ করল,
কবিতা লিখা বন্ধ হয়ে গেল,কেটে গেল অনেকটি বছর,হঠাৎ এক সময় আমার ছোট ভাই,নবাগত,হয়তো সর্বকনিষ্ঠ কবি ★আশারাফুল হক মহিন★এই বাংলা কবিতা.কম এর সন্ধান দিল,আবার আমার কবিতায় ফেরা,মনের আনন্দে লিখা শুরু করলাম,কত বড় বড় বরেন্য কবিদের সান্যিধ্য পেলাম,তাদের উৎসাহ পাই,নিজেকে আজ গর্বিত ছোট খাট কবি মনে করি,আজকে আমার এই কবিতা লেখা কিছুটা হলেও সার্থক হয়েছে।অন্তরের অন্তস্থল থেকে কবিতা আসরের সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ।আপনারা যেভাবে আমাকে সহযোগীতা করে আসছেন,আশা করি আগামীতেও পাশে থাকবেন, এই আশাই করি সবসময়,সকলেই ভাল থাকবেন,সুস্থ থাকবেন,কবিদের পাশে থাকবেন,কবিতার পাশে থাকবেন।