আজ তুমি ভুল বুঝিয়া-
              দুঃখ দিলে যাকে,
কালকে যদি মরে যাই-
             দুঃখ দেবে কাকে?
সকল দুঃখ সাথী করে-
            রেখেছি মনের ঘরে,
জ্বিন হয়ে সব ভর করিবে-
               আমি মরার পরে।
চিৎকার করে ডাকবে তখন-
              শুনবে না তো কেউ,
সাগরের জল বুকেতে এসে-
              তুলবে কষ্টের ঢেউ।