আজ আমার জন্মদিনে-
কত কিছু ভেবেছিলাম মনে মনে,
সবি কষ্ট হয়ে বাসা বেধেছে গোপনে,
আর কত কাল কষ্ট পাব একাকী নিরজনে।


প্রতিটি জন্মদিন হয় কষ্টের চাঁদরে ঢাকা,
এভাবে কতকাল কষ্ট নিয়ে বেচেঁ থাকা।
প্রতিটা জন্মদিনই যদি এমন হয়,
তার নাম যাই হোক জন্মদিন নয়।


বুকের মাঝে কষ্ট এসে বানাল যে ঘর,
শূন্য বুকটা আজ যেন কষ্টের বালুচর।
প্রতিবারের মতই যেন আজ আনন্দহীন,
এভাবেই কাটল আমার কষ্টের জন্মদিন।