কষ্টের সাগরে যাদের বসবাস,
তাদের জন্য প্রতিটা রাত কত যে কষ্টের-
সেটা একমাত্র তারাই বুঝতে পারে।
দিনের বেলায় অনেক কষ্ট করে দুঃখ-
বুকের মাঝে চেপে রাখা গেলেও-
রাতের বেলা কোন ভাবেই-
কষ্ট চেপে রাখা যায়না,
দুই নয়নে অশ্রু ঝরে তখন।
কেউ তা না দেখলেও,দেখে রাতের আধাঁর।
তখন ঘুম চলে যায় আরো কষ্ট খুঁজতে।
রাতের আধাঁর,কষ্ট আর অশ্রু মিশে-
শরীরটাকে পাহারা দেয়।
নিথর দেহটাই শুধু বিছানায় পড়ে থাকে,
এভাবেই কাটে একেকটি কষ্টের রাত।