মায়ের স্নেহ আমার কাছে অমুল্য রতন,
না বুঝলেও কেহ শুধু বুঝে আমার মন।
ত্রিভূবনে মায়ের মত আপন কেহ নাই,
মায়ের পদতলেই সকল সুখকে খুঁজে পাই।
মা আমার সোনার খনি অমূল্য এক দান,
খোদার পরে মা'র আসন আকাশের সমান।
মা হাসিলে খুঁজে পাই পৃথিবীর সব সুখ,
মায়ের কষ্ট দেখলে আবার ভেঙ্গে যায় বুক।
মা আমার সকল সুখের চিরস্থায়ী খনি,
সারা জীবন করে রাখবো দুই নয়নের মনি।
কষ্ট লাগে অনেক বেশী মায়ের কিছু হলে,
বাকী জীবন কাটাতে চাই মায়ের পদতলে।
হাসি দেখতে যা করতে হয় সবি করে যাব,
মায়ের আচল তলেই তবে স্বর্গ খুঁজে পাব।
মায়েই পারে আমার সকল দুঃখ মুছে দিতে,
আমি মরার পরেও যাবো মায়ের স্নেহ নিতে।
পৃথিবীর সকলকে বলি মাকে ভালবেসো,
মা হাসার পরে যেন তোমরা সবাই হেসো।
সবকিছু ভূলে গেলেও তোমরা মাকে ভূলনা,
অন্য কারো সাথে হয়না মায়ের তুলনা।