তোমার কথা মনে হলেই সুখ খুঁজে পাই-
         অনুভবে ফোটে ফুল রাশি রাশি,
ভাল লাগে সারাক্ষণ যখনি ভেসে উঠে-
         তোমার চাঁদ মুখের মিষ্টি মধুর হাসি।
অঝর ধারায় ঝরে ফুল যখনি উৎফলিত-
            হয় হাসি রাঙ্গা দুটি ঠোটে,
নীল আকাশে খুশীর বন্যা বয়ে যায়-
            হাসি দেখতে পূর্নিমার চাঁদ উঠে।
আমি তা লুকিয়ে লুকিয়ে দেখতে -
            অজান্তে বার বার ছুটে আসি।
বলনা প্রিয়া এত সুন্দর পাগল করা-
            কোথায় পেলে মিষ্টি মধুর হাসি।