কবিতা যদি বিশাল পেটের খোরাক হত
লিখতাম কবিতা মনের মত,
কুড়িয়ে নিতাম এই জীবনের আশা যত
লেখায় বোঝাতাম স্বপ্ন কত।


সাড়ে পাঁচ ইঞ্চির কলম চলতো অবিরত
দুঃস্বপ্ন পালিয়ে যেত শত শত,
কাব্য ছন্দরা যেখানে  থাকতো  অনুগত
সব কবিতাই করতো মাথা নত।