আমার শুধু একটা আশা জানব কেমন করে,
কে কাঁদল আর কে বা হাসল মরণের পরে।
বুঝবনাতো যদিও কাঁদে শত লোকের ভীড়ে,
আত্মা খানি দেখবে শুধু নিজেই ঘুরে ফিরে।
নিস্তেজ হয়ে থাকব শুয়ে আত্মা নেবে সুখ,
কোন একদিন সেই কান্নায় ভেঙ্গেছিল বুক।