কই সোনার তিড়িবিড়িং পুঁটি রাজের লাফ,
মলা মাছ ভাসতে দেখে মাছরাঙা দেয় ঝাঁপ।
কাঁকড়ার চিমটি খেয়ে টাকির করুন হাল,
ঢেলা বাবুর রাগ দেখে ব্যাঙ ফুলায় গাল।
শিং মাছের ভাবখানাতে ক্ষুদ্ধ বাবু শোল,
ঐ রাজ্যেতে সাপ যত পাকায় গন্ডগোল।
টেংরার নীরবতায় চুপসে গেল বোয়াল,
চিংড়ির নাচন দেখে টেপা বাকায় চোয়াল।
কাইকার চোখ টিপেতে পাগল মাগুর ভাই,
মৎস বিলের সুখ ঘাঁটিতে দুঃখ পায়না ঠাঁই।


---------------
০৮/০৪/২০২০ইং
পন্ডিতপুর