জীবন যুদ্ধে আমার থমকে গেছে মন,
চিন্তা ভাবনায় কেটে যাচ্ছে প্রতিটা ক্ষণ।
এই বন্ধিদশা থেকে কবে হব মুক্ত,
অভাবের সাথে হল জীবনটা যুক্ত।
চাল নেই ডাল নেই ফাকা ঘরে বন্ধি,
ক্ষুধার সাথে আমি করে নিলাম সন্ধি।
ত্রাণ হয় চুরি ডাকাতি গরীবেরা নিঃস্ব,
করোনার কাছে আজ অসহায় বিশ্ব।
মিলবে কবে মুক্তি ফেলবো স্বস্তির নিঃশ্বাস,
শান্তির বাতাস বইবে আছে তবু বিশ্বাস।
লকডাউনে বসে আমি ভাবি তাহাই দৈনিক,
করোনা যুদ্ধে আমি যেন এক নিরস্ত্র সৈনিক।


------------------
১৭/০৫/২০২০ইং
ভোর ৪.৩০মি.
নারায়ণগঞ্জ