এই জগতে সত্যি কথার মর্ম বুঝে কজন,
পরচর্চা পরনিন্দা আর বুঝে ভোজন।
চালনী কয় সুইরে যেমন তোর পাছায় ফুটা,
খাবে দাবে সুযোগ নেবে আবার দেবে খুটা।
অনেক মানুষ উপকারের কাছে নাহি আসে,
বিপদ দেখলে দূর থেকে খিল খিলিয়ে হাসে।
চেহেরা সুরৎ দেখলে যেন একেবারে হাজী,
নামাজের ধার ধারেনা দিলটা বদের পাজী।
অন্যে ভূল ধরতে ওস্তাদ নিজেরটা খুঁজেইনা,
একদিন তাকে মরতে হবে এটুকু বুঝেইনা।
লিখতে গেলে সারাদিনই লিখা তবু লাগবে,
শিক্ষা হলে একুটুতেই নষ্ট বিবেক জাগবে।