তুমি কি দেখেছ আকাশের বুকে বিকেলে সূর্যটা?
আকাশটাকে যেন টিপ পরিয়েছে।
তা দেখে বারবার শুধু ঐ দিনটার কথা মনে পড়ছে!
লাল টিপ কপালে তুমি আমার সামনে এসেছিলে,
আমি হাত দিয়ে তোমার টিপটা উঠিয়ে দিয়েছিলাম।
আর বলেছিলাম নজর লেগে যাবে!
আকাশটাকে দেখে আজ আমার হিংসা হচ্ছে।
ইচ্ছে করছে সূর্যটাকে হাতে সরিয়ে দেই,
কিন্তু এই কাজ করার সাধ্য কারো নেই।
তবুও সব ভালোবাসা আমি আকাশটাকে দিলাম,
এতে শুধু তুমি ঘৃণাই খুঁজে পাবে
তবে আমি অন্যরকম কিছু ভাবিনি-
আকাশের মাঝে তোমাকেই খুঁজে পেলাম।
সূর্যডুবে যখন লাল রশ্মি ছড়ায়-
তখন মনে পড়ে ঐ দিনটির কথা
যেদিন লাল শাড়ি পড়ে অন্যের ঘরে গিয়েছো,
কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তাই ভেবে-
সেদিনই কিন্তু তুমি আমাকে বিদায় দিয়েছো।
তুমি হাসিমুখে আমাকে পর করেছো।
আর জীবনের নতুন সাথীকে খুঁজে নিয়েছো।



🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
প্রিয় এক কবির জন্য অনেকদিন পর একটা বিরহের কবিতা
লেখা:2008