(কয়েকটি সত্য কথা)


অমর্যাদায় কেটেছে সময় সেই ছোটবেলায়,
প্রতিদিনই দাঁত ঘষতাম খেলায় খেলায়।
দাঁত ঘষা নিয়ে বকা দিত আমার বাবা মায়,
এক দুইটা ঘষা দিতাম মনে যেমন চায়।
অনেক দাঁত নষ্ট হল শুধুই অবহেলায়,
কয়েকটা দাঁত তুলে ফেলি ব্যথার ঠেলায়।
শক্ত কিছু খাবার খেলে জীবন চলে যায়,
খাবার সময় ছটফট করি সদা যন্ত্রণায়।


(বিঃদ্রঃ-দাঁত থাকতে সময়মত সঠিক যত্ন নিন,নইলে আমার মত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।)