আবেগ যদি নাই থাকে স্বচ্ছ এই মনে
কি হবে এতো কবিতা লিখে,
মানবতা নির্বাসিত আমাজনের বনে
কি হবে এতো বাস্তবতা শিখে।


শত অন্যায় হাজরো অবিচার দেখে
মায়াবী চোখ দুটি হয় বন্ধ,
বিবেককে মাটির নিচে পুঁতে রেখে
চোখ থাকতেও সেজেছি অন্ধ।