চোখের তারায় যাদু,দৃষ্টিতে আছে মধু-
এমন মায়া আগেতো দেখিনি,
মায়াবী দুটি চোখে থাক চেয়ে থাক,
হৃদয়ের আশাতে প্রেম ভালোবাসাতে-
কাছে এসে সাথী বলে আমাকে ডাক।


ভরে যাবে মন প্রাণ আনন্দে হৃদয়,
নাচবে সারাক্ষণ, থাকবে আশাতে-
তুমি হবে আমার আর নেই ভয়।
প্রেম আশাতে হৃদয় দোলে,
মন আশাতে সাথী মেলে-
এইটুকু বুঝে শুধু অবুঝ হৃদয়।
গান গায় মধুর সুরে,মন থাকে বহু দূরে,
বুকের ভিতর কি জানি কি হয়।


ভালবাসার কোন কমতি নেই-
তাইতো আশায় থাকি,
কবে শুনবে আমার ডাক-
ওরে অবুঝ পাখি।


-------------------
০৮/০৬/২০০৮ইং
বিকাল-৪.৩০মি.
ঢাকা