পাহাড় সম কষ্ট নিয়ে ভাবছি তোমার কথা,
তোমায় বিশ্বাস করেই পেয়েছিলাম ব্যাথা।
বিশ্বাস করা তো অপরাধ নয়,অপরাধী সেই-
যে বিশ্বাস ভঙ্গ করে,
সরলতার সুযোগ নিয়ে কাছে এসে বুকে-
কষ্টের বিশাল পাহাড় গড়ে।
আমি তোমার প্রেমে এতই অন্ধ ছিলাম যে-
ভাল মন্দ কোনদিনই করিনি বিচার,
বিশ্বাস ঘাতকতা তাই করলে মোর সাথে-
আর হলাম আমি মিথ্যে ভালবাসার শিকার।
তাই অন্তর থেকে জানাই তোমায় ধন্যবাদ,
কারন মিটে গেছে আমার প্রেম করার স্বাদ।