আমি মানুষটা অনেক খারাপ-
সত্য বলতে ভয় পাইনা,
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
কানে ভেসে আসছে একুশের গান,
রাস্তার ধারে বিভিন্ন ফুলের দোকানের মেলা,
স্বরন করা হবে ভাষার জন্য বীর শহীদদের,
মাঝে মাঝে ভাবি বাংলা ভাষা কি একটি-
দিনের জন্যই না সারা জীবনের জন্য-?
একুশ এলেই সালাম,রফিকদের কথা আসে,
আর বাকী বছর থেকে যায় মাটির নিচেই।
ওদের রক্তের দাম দেই আমরা এক দিনেই,
কত আয়োজন,কত অনুষ্ঠান,ওদের নামে-
কত গান,আর স্মৃতি চিহ্নতে ফুলের পাহাড়।
একুশ ছাড়া ওদের নামে অন্য কোন দিন-
কেউ কি ভূল করেও কিছু করেছে,না করেনি,
কেনই বা আমরা করব বাকী দিনগুলোতো-
আমরা অন্য ভাষায় কথা বলি,
যাক বহু কটু কথা বলে ফেললাম দুঃখিত,
আমি কোন দিবস পালনে আগ্রহী হইনা,
ভাষার জন্য বীর শহীদরা আমার অন্তরে,
সবসময় থাকবে কারন ওদের জন্যইতো-
বাংলায় কথা বলতেছি,
নামাজ পড়ে দোয়া করব,
ওদের যেন বেহেস্ত নসীব হয়।
তোমরা ভেবোনা তোমরা একদিনের নয়,
তোমরা বাংলায় আছো প্রতিটা মুহুর্তে,
যতদিন বাংলাভাষা থাকবে ততদিন-
তোমাদের মরন হবেনা,তোমরা আছ,
মিশে থাকবে প্রতিটি অক্ষরের মাঝে।