বর্ষায় রিমঝিম বৃষ্টি ঝরছে,
খাল বিল মাঠ ঘাট পানিতে ভরছে।
ঘ্যাঙর ঘ্যাঙর ডেকে ব্যাঙগুলো ফুলছে,
ছোট বড় কাঁচা আম গাছেতে ঝুলছে।
বাহারি রঙের ফল গাছেতে হাসছে,
বিলের পানিতে কত পাতিহাঁস ভাসছে।
কানে আসছে কোকিলের কুহু কুহু শব্দ,
বজ্রপাতের তান্ডবে কৃষকেরা স্তব্ধ।
ফসল ভরা মাঠে কৃষকের দৃষ্টি,
চিন্তার কারণ যেন রিমঝিম বৃষ্টি।


---------------------
৩০/০৪/২০২০ইং
৪.০০টা
পন্ডিতপুর