আমি চাইলে ফুল ফোটে প্রজাপতি আসে-আকাশে জোৎস্না ছড়িয়ে বসে তারার মেলা,
একখন্ড মেঘ ছায়া হয়ে আসে-
রৌদ্রের ঝিকিমিকিতে করে পাখিরা খেলা।
পাখির সুমধুর কন্ঠে মুখরিত চারপাশ-
মনের আবেগে লিখে হয়ে যাই কবি,
ঝিরিঝিরি বৃষ্টিতে বানায় রংধনু দেয়াল-
যেখানে দেখি শুধুই তোমারি ছবি।