আজ স্বপ্নে দেখেছি দেশের জন্য জীবন-
বিলিয়ে কাজ করার,
আজ স্বপ্নে দেখেছি সকলের প্রিয় সুন্দর-
একটি দেশ গড়ার।
আজ স্বপ্নে দেখেছি অসহায় গরীব-
দুঃখীদের পাশে দাঁড়ানোর,
আজ স্বপ্নে দেখেছি হিংসা বিদ্বেষ আর
অন্যায়ের খোলস ছাড়ানোর।
আজ স্বপ্নে দেখেছি অন্যায়ের কাছে-
হার না মানার,
আজ স্বপ্নে দেখেছি হিংসা ভুলে শত্রুকে-
বুকের মাঝে টানার।
আজ স্বপ্নে দেখেছি লাখো লাখো লোকের-
সামনে দিচ্ছি বলিষ্ঠ কন্ঠে ভাষণ,
আজ স্বপ্নে দেখেছি দেশ থেকে দূর করছি-
দেশে চলা সকল অপশাসন।
আজ স্বপ্নে দেখেছি কাছের মানুষরা আমায়-
হত্যার চক্রান্ত করার,
আজ স্বপ্নে দেখেছি এসব বিশ্বাস না করে-
স্বপ্নের সোনার বাংলা গড়ার।
আজ স্বপ্নে দেখেছি ভোর রাতে কাছের-
শত্রুরা আমায় সপরিবারে মেরে ফেললো,
আজ স্বপ্নে দেখেছি অবাক হলাম বিশ্বাসীরা-
আমায় নিয়ে কি নিঠুর খেলা খেললো।
সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙ্গলো,
চোখ মুছতে মুছতে ক্যালেন্ডারের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল।
দেখি আজ সেই ভয়াবহ ১৫ই আগষ্ট।


(বিঃদ্রঃ-আমি অনেক কষ্ট করে বঙ্গবন্ধুর স্বরণে এ সপ্তাহে সাতটি কবিতা প্রকাশ করেছি।বঙ্গবন্ধুকে নিয়ে এরকম লিখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।যারা আমায় উৎসাহ দিয়েছেন তাদের সহ আসরে যারা পাঠ করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ।)