সূর্যোদয়ে পূর্ব আকাশে আশা দেয় উঁকি,
বুকের মাঝে পেখম তোলে স্বপ্ন ময়ূরপঙ্খী।
সূর্যাস্তে পশ্চিম আকাশে আনন্দ রং ছড়ায়,
খুশিগুলো দোলা দিয়ে মন সিন্দুক ভরায়।
উত্তরে সুখ ভূমিকম্প হয়ে নাড়ায় হিমালয়,
বুকের ভিতর ফিসফিসিয়ে শান্তি কথা কয়।
দক্ষিণ সাগরে হাসি ঢেউয়ের সাথে খেলে,
প্রেম পাখিটা প্রতিক্ষণই স্বপ্ন ডানা মেলে।