তোমার সাথে যদি কদিন আমার দেখা না
হয় তবে বুকের ভিতর বরফের স্তুপ জমে
পাহাড়ের সৃষ্টি হয়,
যখন সামনে আসো পলকেই বরফ গলে
পাহাড়ের শূন্যতা তৈরী হয়-
আর তোমার জন্য পিড়ামিডের চূড়ায়
ভালবাসার স্বপ্ন প্রাসাদ গড়তে স্বপ্ন দেখি।


তুমি হাসছো,হাসো,প্রাণ খুলে হাসো।
সিদ্ধান্ত তোমার কাছে-
আমার স্বপ্ন প্রাসাদের স্বপ্নরানী হবে,
না হারিয়ে যাবে না পড়া কবিতার মতো।