ভালবাসায় শান্তি আসবে এটাই রাজার-
মনের বিশ্বাস ছিল,
বিশ্বাসকে কবর দিয়ে দেশদ্রোহীর দল-
আগরতলা ষড়যন্ত্র মামলা দিল।
আবারো গ্রেফতার রাজা শত শয়তানের-
প্রহরাতে শুরু হলো রাজার বিচার,
শয়তানের মাথায় ঢুকেনি তখনো যে-
এই রাজাই সারা বাংলার কর্ণধার।
ভূমিকম্প শুরু বাংলার মাঝে দাবী একটাই-
প্রিয় রাজার নিঃশর্ত মুক্তি,
জানতার ঝাকুনীতে শয়তানরা দাঁড় করাতে-
পারেনি নতুন কোন যুক্তি।
রাজার মূল্য তখনো দিলনা ইবলিশ শয়তান-
দেশদ্রোহী আর হায়েনার দলে,
বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছিল উদাহরনে-
একতার শক্তিতে আগুন জ্বলে।
দশ লাখ ছাত্র জনতার জনসভায় বুঝেছিল-
শয়তানের দল রাজার কত দাম,
বাংলার ছাত্রনেতা তোফায়েল আহমেদ-
সেদিনই দিল রাজার "বঙ্গবন্ধু" নাম।