প্রিয় রাজ্য সোনার বাংলাদেশে পা রাখতেই-
রাজা আবেগে হয়ে গেল দিশেহারা,
তাকে বরণ করে নিতে লক্ষ লক্ষ বাংলার-
সকল প্রজা যেন আজ পাগলপারা।
রাজার চোখে আনন্দের অশ্রু যেদিকেই-
চোখ যায় শুধু যে খুশীর ঝর্ণাধারা,
রাজাকে কাছে পেয়ে যেন স্বর্গ খুজে পেল-
নিজ বাংলার সকল প্রিয় প্রজারা।
রাজার জয়ধ্বনিতে মুখরিত বাংলার আকাশ-
বাতাস এ যেন স্বর্গ সুখের মিলন মেলা,
সারা বিশ্ব দেখেছিল রাজার প্রিয় স্বাধীন-
বাংলায় ভেসেছিল সেদিন আনন্দের ভেলা।


                              চলবে----------