রাজার রাজ্যে চলে হত্যার খেলা বাংলার-
কিছু দালাল নরপশুদের সহায়তায়,
পাশের রাজ্যের মিত্রবাহিনী আর প্রজাদের-
মিশ্রণে যুদ্ধের গতি বাড়ে বাংলায়।
দীর্ঘ নয়মাসের ধ্বংসলীলায় ভেসে বেড়ায়-
শুধু লাশ আর তাজা রক্তের ঘ্রাণ,
সম্ভ্রম হারায় দু'লক্ষের বেশী মা-বোন আর-
ঝরে যায় ত্রিশ লক্ষের বেশী তাজা প্রাণ।
যে দিকেই চোখ যায় শুধু ধ্বংসস্তূপ ছাড়া-
আর কিছুই যায়না যে দেখা,
এই নির্মম গণহত্যার কথা কোন ভাবেই-
কখনো শেষ করা যাবেনা লেখা।
অবশেষে শয়তানের দল আত্মসমর্পণ করে-
লেজ গুটিয়ে পালিয়ে যায়,
রাজ্য ফিরে পায় স্বাধীনতা আর লাল সবুজ-
পতাকা উড়ল রাজার প্রিয় বাংলায়।


                      চলবে---------------