হে প্রিয়া চাঁদের আলো নিয়ে কেন তুমি খুশী,
তুমি কি জানো ?
তোমার জন্য চাঁদটা আমি বুকের মাঝে পুষি।


হে প্রিয়া ভেঙেছ মনের দু'কূল করনি খেয়াল,
তুমি কি বুঝ ?
তোমার জন্য তৈরি বুকের চারপাশে দেয়াল।


হে প্রিয়া রক্তাক্ত বুকে মারলে  বিষাক্ত তীর,
তুমি কি জানতে ?
এই বুকেই ছিল তোমার  সত্য সুখের নীড়।