একদিন ভোরে সূর্যের কিরণে একটি ছবি
ভাসতে দেখে চমকে গেল মন,
ছবিটা রাখতে হবে ভাবলাম কিছুক্ষণ।
আমি কোন চিত্র শিল্পী নই যে এঁকে রাখব,
যাদুকর নই যে অদৃশ্য গালিচা দিয়ে ঢাকব।
সাংবাদিক নই যে ক্যামেরাতে করব বন্দি,
অতঃপর শেষে করলাম নতুন এক ফন্দি।
ভালবেসে করলাম সেই ছবির সাথে সন্ধি,
হৃদয়ের বিশাল ফ্রেমে করে নিলাম বন্দি।
এই ছবির মানুষটা যে আমার আইডল,
প্রতিটি ক্ষেত্রেই সদা মনে যোগায় বল।
সততা-সাহসের কারণে চিরতরে এই মনে
তাঁকে দিয়েছি স্থান,
সে আর কেউ নয়,সে হল বাংলার সকলের
একমাত্র প্রিয় সর্বশ্রেষ্ঠ সন্তান,
সাহসী মহাপুরুষ সর্বকালের সর্বোত্তম মহান,
বাঙ্গালির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।