আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার তেজের কাছে অপ্রতিরোধ্য সিংহও
হারিয়ে ফেলত খেই,
যার হার না মানা অবিশ্বাস্য দুর্দান্ত গতি
খোদ চিতার মাঝেও নেই।
শত্রুর দিকে ভয়ঙ্কর চাহনী যার,
হায়েনাও যার কাছে মানত হার।
কবির চিন্তায় ভাবি-"এমন মহামানব
কেয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবেনা"।


তাঁকেই খুঁজি মৃত্যু হাতের মুটোতে নিয়ে
সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছে যে,
বাংলায় পৌঁছে দিয়েছেন অমর যে বাণী-
"দেশ থেকে সর্বপ্রকার অন্যায়,অবিচার
ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার
হলে আমি আমার জীবন উৎসর্গ করব"।
যে সেই প্রতিবাদী সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!


--------------------------------
নাম মাত্র কবি হীরার বাণী-" বঙ্গবন্ধুর মত
এমন মহামানব আগামী দুই হাজার
বছরের মধ্যে পাওয়া যাবেনা"।