আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর মত কেউ ভাববেনা দেশের কথা,
যাঁর মত কেউ ভালবাসবেনা মানুষকে।
যাঁর মত কেউ করবেনা অন্যায়ের প্রতিবাদ,
যাঁর মত কেউ পারবেনা বানাতে প্রতিবাদী।
যাকে নিয়ে কবি জসীমউদ্দীন লিখেছেন-
"তোমার হুকুমে তুচ্ছ করিয়া শাসন-
ত্রাসন-ভয়,/আমরা বাঙালী মৃত্যুর পথে
চলেছি আনিতে জয়"।


তাঁকেই খুঁজি যাঁর মত কেউ বুঝবেনা গরীব
অসহায় দুঃখী মানুষের কথা,
যাঁর মত কেউ পারবেনা দুর্নীতিবাজদের
বিরুদ্ধে সরাসরি বলতে কথা।
দুর্নীতিবাজদের প্রকাশ্যে যে বলেছিল-
"যাঁর মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ হয়"।
যে ছিল সেই সাদা মনের প্রকৃত মহারাজ
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!