তুমি স্বপ্ন,তুমি ভাবনা-
                     তুমি মন,তুমি আশা,
তুমি জান,তুমি প্রাণ-
                     তুমি প্রেম,তুমি ভালবাসা।
তুমি নয়ন,তুমি মণি,তুমি রবি,তুমি রব,
তুমি আলো,তুমি আঁধার,তুমি চন্দ্র,তুমি সব।
তুমি দেবী,তুমি প্রতিমা,তুমি পূজা,তুমি ফুল,
তুমি দরিয়া,তুমি জল,তুমি নদী,তুমি কূল।
তুমি উৎসব,তুমি আনন্দ-
                    তুমি কাঁন্না,তুমি হাসি,
তুমি কন্ঠ,তুমি গীত-
                    তুমি সুর,তুমি বাঁশি।
তুমি মান,তুমি অভিমান-
                    তুমি দুঃখ,তুমি সুখ,
তুমি মানসী,তুমি ললনা-
                    তুমি প্রেয়সী,তুমি অভিমুখ।
তুমি নিশী,তুমি দিবস,তুমি তন্দ্রা,তুমি প্রহর,
তুমি মিনিট,তুমি ঘন্টা,তুমি মাস,তুমি বছর।
তুমি পবন,তুমি কায়া-
                 তুমি আকাশ,তুমি ছায়া,
তুমি প্রলয়,তুমি সৌরভ-
                 তুমি জোৎস্না,তুমি মায়া।
তুমি রৌদ্র,তুমি বৃষ্টি-
                 তুমি রং,তুমি ধনু,
তুমি বাগীচা,তুমি পরাগ-
                 তুমি পাপড়ি,তুমি রেনু।
তুমি শিশির,তুমি কনা,তুমি রূপ,তুমি মাধুর্য্য,
তুমি প্রিয়া,তুমি প্রেমী,তুমি ধ্যান,তুমি ধৈর্য্য।
তুমি ঝর্না,তুমি বিলাসী-
                   তুমি মায়াবী,তুমি লাবণ্য,
তুমি রাগ,তুমি অনুরাগ-
                   তুমি মহুয়া,তুমি অনন্য।
তুমি অগ্নি,তুমি শিখা,তুমি হুর,তুমি রেশ,
তুমি জীবন,তুমি মরন,তুমি শুরু,তুমি শেষ।


------------------
১১/০১/২০০৮ইং
বিকাল-৫.১৫মি.
ঢাকা