ভালবাসা ভালো তবে অন্ধের মত ভালবাসা-
ভালো নয়,
অন্ধ ভালবাসার গন্ধ একটু বেশীই থাকে।
ক্ষণস্থায়ী ভালবাসা বোঝা বড়ই কঠিন সুঘ্রান-
বেশী ছড়ায় বলে সে ভালবাসা,
সত্য মনে হয়।
নকল প্রেমে আনন্দ উল্লাস বেশী থাকে বলে-
অনেক হয় হাসাহাসি,
প্রিয়জন খুশীতে পাগলপারা যদিও অভিনয়-
করে বলে ভালবাসি।
খাঁটি ভালবাসায় রাগ অভিমান বেশী বলে-
থাকে সদা ভাঙ্গনের সুর,
বিশ্বাস হয়না যদিও বলে মন থেকে তোমায়-
ছেড়ে যাবনা কখনো দূর।
একদিন সব ভালবাসার প্রকার বোঝা যায়-
তখন অনুভব হয় বেশী তাকে,
অবহেলা করে অপমান করে ভালবাসা-
না বোঝে দূরে সরানো হয় যাকে।