স্বপ্নীল রাতে বন প্রদীপের মত জ্বলবে তুমি-
রাতের সবটুকু আঁধার আলোকিত করবে,
বর্ষার মেঘ হয়ে আকাশে জমে থাকবে তুমি-
মন চাইলেই অঝর ধারায় ঝরে পরবে।


মনের সকল ব্যাথা মুছে দিবে তুমি-
সুখ পাখি হয়ে বুকের মাঝে আসবে,
এই বুকেতেই সুখের নীড় বাঁধবে তুমি-
আর উদাস মনে শুধু আমায় ভালবাসবে।


এই দুটি হাতের ভাগ্যরেখা হবে তুমি-
সামনে কি হবে তুমি বলে দেবে,
যতই বিপদ আসুক সরে যাবেনা তুমি-
কথা দাও তুমি আমায় সঙ্গে নেবে।


এই জীবনের দ্বীপ শিখা হবে তুমি-
আমি জ্বালালেই শুধু তুমি জ্বলবে,
অন্ধকার মন শুধু আলোকিত করবে তুমি-
আর কানে কানে ভালবাসার কথা বলবে।


আমার হৃদয় রাজ্যের রানী হবে তুমি-
কথা দাও কখনো যাবেনা দূর,
আমার মন রাখালের বাঁশি হবে তুমি-
আর আমি হব তোমার ভালবাসার সুর।