তেলাপোকা যদি পাখি হতো-
             তোমার কথাও বিশ্বাস হতো,
বিড়ালতো আর বাঘ নয়-
             যদিও চালচলন বাঘের মতো।


ভালোবাসি কথাটা কেন জানি-
তেতো হয়ে গেছে ভাঙ্গা বিশ্বাসের মতো,
আর তা যদি হয় তোমার মুখে-
সে সিংগারা মুড়ে দেওয়া কাগজের মতো।


টুকরো টুকরো হওয়া হৃদয়টা কষ্ট নামক-
শকুনটা ছিন্ন ভিন্ন করে খাচ্ছে,
সময়তো আর বসে নেই-
বিড়াল বাঘের মতো আচরণ করে যাচ্ছে।
তেলাপোকাও পাখির মত-
উড়াল দিয়ে যাচ্ছে।
আর তোমার কথা আজ নাই বা বললাম!!!