এইসময় কুম্ভকর্ণের মতো
ছ’মাসের একটা লম্বা ঘুমের আশীর্বাদ পেলে, বেশ হতো
অন্তত, নিদেনপক্ষে-  
শীতল শোণিতদের মতো মাস তিনেকের একটা জম্পেস শীতঘুম


চাপ চাপ জমাট বাঁধা জীবনটাকে
হাঁসফাঁস দমবন্ধ শ্বাসটাকে
একটু স্বচ্ছন্দ
একটু মসৃণ করার জন্যেই, বিকল্প বাইপাস


সমান্তরাল সে পথ না হয়, নাই বা হল
অন্তত, নিদেনপক্ষে-  
একটা ফ্লাইওভার;
আঁকাবাঁকা উড়োপথ একটা; মাটির ধকল না ছুঁয়ে-  


কোন বিকল্প নেই,
নেই কোন পাশ কাটানোর অবকাশ-  
জীবনের একটাই পায়ে হাঁটা মেঠো পথ
মাটি মাড়িয়ে মাড়িয়ে
মাটির ‘পরেই সে পথ সবসময়েই নির্ঘুম, জেগে দাঁড়িয়ে