সিঁথি কিংবা পায়
কোত্থাও আর, এতটুকু লাল-যৌবন অবশিষ্ট নেই আজ      
রূপবতী কৃষ্ণচূড়ার গায়!
রূপহীন বর্ণহীন আর পাঁচটা সাধারণের ভিড়ের মিছিলে মিশে আছে সে,  
আলাদা করে চেনা দায়!  


তবে, দেখে বোঝার উপায় নেই-
তার যৌবনহারা নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণার কথা    
যদিও সে আজ একা; তবুও এখনো সে অবিচল একইরকম
আত্মবিশ্বাসে একইরকম ঋজু, তার ভঙ্গিমায়  
বরং, একবুক আশা নিয়ে বদলের দিন গোনে সে... অপেক্ষার দিন...    
দিনবদলে মাস... মাসবদলে ঋতু... আর ঋতুবদলে...
আবার ফিরে আসে, যৌবনবসন্ত;  
সঙ্গলোভে, পায়ের তলায় ভিড় করে আসে আবার; লোভী সৌন্দর্যলিপ্সুর দল    


ভরাযৌবনের চুড়োয় বসে, কৃষ্ণচূড়া আরো একবার; একা হয়ে যাওয়ার দিন গোনে