আমি দরিদ্র ছিলাম
সত্যি আমি নিকৃষ্ট দরিদ্র ছিলাম।
ঐন্দ্রজালিক খুঁজে দেখো আমি এক হতদরিদ্র
আমার ছিলোনা কোনো রাশি রাশি ঈশিত্ব।

অদৃষ্ট বড়ই মন্দ ছিলো আমার।
আমার ছিলোনা কৌলীন্য মর্যাদা
আমি বড়ই নূন্য ছিলাম
দারিদ্র্যতা কেড়ে নিয়েছিলো আমার।

রুপ, রস, ইচ্ছে, আকাঙ্ক্ষা
সবার মতো আমার জীবনটা।
ছিলো না দীপ্তিমান
তরঙ্গের মতো উপচে উপচে।

পড়েছিলো আমার ক্ষুদ্র জীবনট,
সত্যি আমি নিতান্তই হত দরিদ্র ছিলাম।
বরাবরই আমার ইচ্ছেগুলো বাষ্প হয়ে যেতো
বাল্যকালে আমার আবদার পূর্ণ হয়নি কোনোদিন।

আমি আমার ইচ্ছেগুলোকে
মনের মাঝে পুষে রাখতাম।
আমি পাইনি কখনো নতুন জামা
পায়নি বাবার ভালোবাসা।

স্কুলের মাটিতে পা রাখিনি কোনদিন
দেখিনি কোনোদিন জাঁকজমক
কারণ আমি দরিদ্র।
আমার কখনো সৌন্দর্য প্রকাশ পায়নি,

হাতের মাঝে ফুটে উঠতো দারিদ্র রেখা
গৃহে সঞ্চালিত হতো দারিদ্রের আভা।
আমার জীবনটা উপভোগ করতে পারিনি
তিলে তিলে নষ্ট হয়েছিলো তা।

আজ আমি প্রবীন
পূর্ণ হবে না আর কোনোদিন।
দু'চোখ বন্ধ করে আর স্বপ্ন আমি দেখবো না
চিন্তা করবো না কখনো ধনী হওয়ার কথা।

তারিখঃ ২৯/৫/২০২২ইং