আমাকে ছেড়ে চলে যাচ্ছো তুমি
কিছু তো রেখে যাও —
তোমার কিছু কথা, কিছু ক্ষোভ, বেদনার অর্থহীন অভিমান।
স্বগত দুঃখের কথা কি আর শোনাব আমি ।
তোমাকে বিস্তার ভেবে রাত্রির কুহরণে মিশে গড়ে তুলি ভালোবাসার ঘর।
তোমার জীবনের পাতাজুড়ে কি ভীষণ নিঃসীম অন্ধকারের ঢল।
জীবনের পাতায় আঁকো সরে যাওয়া দুরত্বের জটিল ডায়াগ্রাম।
তুমি কি ভুলে যেতে চাও আমাদের প্রণয়ের কথা?
তবে কেন এসে দাঁড়ালে আমার সামনে মথিত করে জলতল।
চোখের সীমানায় পা ফেলে ফেলে কিছু কথা, কিছু শোক রেখে যাও
আমি জল ভেঙে ভেঙে স্রোতের উজানে শুনি —
ছায়ালীন পাখীর স্বভাবে ঝরে পড়া হৃদয়ের অস্ফুট গান। তুমি কি জান না
কে কবে মসৃণ পায়ে পরাভব থেকে দুরে হেঁটেছে আলোর পিছু পিছু।
তবে কেন রাঙালে আমায় তোমার মর্মের রঙে?
কবে মধুর জাগবে এই ভেবে ফেলে রাখো
ঘাসবীজে তোমার টসটসে জীবন...