গোপন কোথায় করবে তোমার এই
প্রেম প্রেম খেলা।
তুমিই তো বলেছিলে পরিত্রাণ নয়
ভালোবেসে ডুবে যেতে ইচ্ছে করে
ভলোবাসার গভীরে —
শাখা শ্বাদল থেকে আরও নীচে!
এক আকাশ তৃষ্ণা বুকে নিয়ে ডুবে যেতে চাও
আরও গভীরে।
আমি বলেছিলাম গভীর শিকড়ের টানে
উদ্বেল দ্যাখো বনভুমি।
এত প্রত্যয় তুমি কোথায় পাও?
ভালোবাসার উচ্চাকাঙ্খায় সর্বদা উদ্বেগ তোমার।
জীবনের শেষ বেলাতটে দাঁড়িয়ে শুনি তোমার গান।
আমার সত্ত্বার বলয় জুড়ে তোমার বসবাস
আমার শয়নে স্বপনে তুমিই সকল
প্রনয় পিপাসা।
তারপর কতকাল চলে গেছে বৃষ্টিবিহীন
কতদিন কেটেছে নীরবতায়।
নীলিমার হিম থেকে ঝরে যাওয়া পাতার মত
কেটেছে বাসনা- ক্ষুদ্ধ।
তোমার দৃশ্য থেকে দৃশ্যে যেতে আমি হোঁচট খাই।
নিবিড় অন্ধকারে দাঁড়িয়ে আমার সারা
শরীরের অনুভবে আমি টের পাই-
তোমার স্পর্শের ঘ্রাণ।আমার হৃদয়ে ঝংকার তুলে
জেগে থাকে অদৃশ্য আমাকে ঘিরে।
তুমি এসেছো।
তোমার নীরবতায় অনিদ্র রাত থেকেও চুঁইয়ে
পড়ে তোমার ভালোবাসার নির্যাস।
আমার সারা তৃষ্ণায় এখন তুমি – নারী।